Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

মহামান্য রাষ্ট্রপতির ১৯৮৬ সনের ৫৮নং অধ্যাদেশ বলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তদানিন্তন রাজশাহী প্রশাসনিক বিভাগে (বর্তমান রাজশাহী ও রংপুর প্রশাসনিক বিভাগ) অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখাসমূহের দায় ও সম্পদ নিয়ে ১৯৮৭ সনের ১৫ মার্চ কার্যক্রম শুরু করে। ঢাকা শাখা ও স্থানীয় মুখ্য কার্যালয়সহ মোট ৩৮৩টি শাখা নিয়ে ব্যাংকের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। গ্রামীণ শাখার সংখ্যা ৩৩৩টি এবং শহুরে ৫০টি। রাকাব দেশের একমাত্র বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক যার প্রধান কার্যালয় ঢাকার বাইরে রাজশাহীতে অবস্থিত। সরকার কর্তৃক ঘোষিত নীতিমালার সংগে সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণের দায়িত্ব পালনের জন্য ব্যাংকে সাত সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে । ব্যাংকের অনুমোদিত জনবল ৬,১৮০। তন্মধ্যে কর্মকর্তা ৩,৮৮৮ ও কর্মচারি ১,৪৫৪ জন। বর্তমানে কর্মরত ৩,৮৮৪ জনের মধ্যে কর্মকর্তা ২,৫৩৩ ও কর্মচারি ১,৩৫১ জন (১৩-০৭-২০২১) । রাকাব-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২৫ কোটি টাকা।